বাসর রাতে রুমে ঢুকতেই বৌ বললো ,আপনি কিন্তু আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করতে পারবেন না।
প্রথম দিন এই বৌ এর মুখে এরকম কথা শুনে একটু অন্য রকম মনে হল,
আমি:- কেন টাচ করবো না বুজলাম না।
সে:- তা আপনাকে বুজতে হবে না , আপনি শুধু আমাকে টাচ করবেন না আর টাচ করলে আমি কিন্তু কান্না করবো।
আমি:- ওকে….টাচ করবো না, তও কান্না করতে হবে না।
এখন একটু সরে বসুন , এভাবে বিছানার মাজখানে বসে থাকলে ঘুমোবো কিভাবে।
সে:- শুনুন আমি আপনার থেকে ৫ বছরের ছোটো তাই আমাকে আপনি করে বলবেন না। আমাকে আপনি তুমি করে বলবেন , আর আমি আপনাকে….আপনি করেই ডাকবো।
আমি:- এরোকম কেনো হবে…?? হয় দুজনে তুমি বলবো না হয় দুজনেই আপনি করে বলবো
সে:- দেখুন কথা না শুনলে আমি কিন্তু কান্না করে দেবো।
আমি:- কি আজব…. কোথায় কোথায় কান্না করতে হবে নাকি।
সে:- না , আগে বলুন রাজি কি না ??
আমি:- ওকে…. রাজি
সে:- আর শুনুন আজ রাতে আমি আপনি কেও ঘুমোবো না
আমি:- কনো ?
সে:- আমি না সারাজীবন কোনো প্রেম করি নি। সব সময় ভেবেছি যাকে বিয়ে করবো তার সাথেই প্রেম করবো। আর যত না তাকে ভালোবাসতে পারবো , ততদিন তাকে টাচ করতে দেবো না।
আমি:- অহঃ আচ্ছা।
কিন্তু এর সাথে না ঘুমোনোর কি কারণ বুজতে পারলাম না।
সে:- আজ সারা রাত বসে আমরা গল্প করবো।
আমি:- কি গল্প করবো
সে:- আমার বরকে নিয়ে যত স্বপ্ন দেখেছি সেই গল্প।
আমি:- এমা…….আমি না আজ খুব ক্লান্ত , কাল গল্প করবো কেমন।
সে:- না , আজকেই….. নাহলে আমি কিন্তু কান্না করে দেবো।
আমি:- না আর কান্না করার দরকার নেয় তার চেয়ে বরং গল্পই করি , বলো কি বলবে
সে:- আপনি তো খুব বোরিং মানুষ কথা বলতেও জানেন না ঠিক ভাবে , সব শেখাতে হবে আপনাকে ,
আমার নাম জিজ্ঞাসা করুন।
আমি:- তোমার নাম তো রিয়া
সে:- অরে ধুর এভাবে কি কেও জিজ্ঞাসা করে।
আমি:- তাহলে কিভাবে করে ??
সে:- বলবেন তোমার নাম কি ?
আমি:- কিন্তু আমি তো তোমার নাম জানি
সে:- আপনাকে যেটা বলেছি সেটা করুন।
আমি:- ওকে…… তোমার নাম কি
সে:- আমার নাম রিয়া
আমি:- কিসে পড়ো ???
সে:- বাংলা অনার্স ২য় বর্ষ।
আমি:- আর কি ??
সে:- ধুর ছায় ,,,,,,,,আপনার দারাজে কিছু হবে না
আমি:- আমি আবার কি করলাম ??
সে:- ওকে ,,,, আপনাকে আর প্ৰশ্ন করতে হবে না আমি নিজের থেকেই বলছি সব।
জানেন আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো কিন্তু আমি নকর্তাম না।
আমি :- কেনো ??
সে:- কারণ আমি আমার বরের দুস্টু মিষ্টি বউ হতে চাই সব সময়।
আমি:- কিরকম ??
সে:- আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা আমার বরকে দেবো। আর ওকে খুব জ্বালাবো।
আমি:- কি রকম জ্বালাবে ???
সে:- জানেন আমার চাহিদা গুলো খুব সামান্য। আমার বাড়ি ,গাড়ি,ভালো পোশাক , দামি ফার্নিচার , গয়না , এসব কিছুই চাই না।
আমি:- তাহলে কি চাই ??

সে:- রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দেবেন।
আমি:- আর??
সে:- দুপুরে খাবার আগে যেখানেই থাকুন আমাকে একটা কল করবেন। না হলে আমি কিন্তু না খেয়েই থাকবো।
আমি:- ওকে কল করবো আর??
সে:- অফিস থেকে ফেরার সময় রোজ চকলেট , ফুচকা , আইসক্রিম কিছু না কিছু নিয়ে আস্তে হবে।
আর যদি কোনো দিন আনতে ভুলে যান তাহলে আবার আনতে পাঠিয়ে দেবো।
আমি:- ওকে নিয়ে আসবো আর ??
সে:- আর ভালোবাসা দিবস , মেরেজ ডে , সহ সব ভালোবাসার দিন
আমাকে নতুন করে প্রপোজ করতে হবে কিন্তু কোনো ফুল ছাড়া।
আমি:- এটা কেমন কথা ??
সে:- জী এমনি কথা।
আর কুয়াশা চাঁদনী রাত ,ঠান্ডা আমাকে খুব ভালো লাগে তাই আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে বেস্ত থাকলে নিয়ে যেতে হবে না , আর রাতে বেলকনিতে এক কাপে দুজন কফি খাবো।
আমি:- এক কাপে কেন ??
সে:- হুম এক কাপেই।
আমি:- আচ্ছা আর কিছু ??
সে:- মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন এই ভিজবো আর তুমি কদম ফুল দিয়ে আমাকে প্রপোজ করবে।
আমি:- এই শহরে কদম ফুল পাবো কোথায় ??
সে:- আমি জানিনা। আর রাগ করলে কদম ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে হবে।
আমি:- এটা তো রীতিমতো টর্চার সারাবছর আমি কদম ফুল পাবো কোথায় ??
সে:- আমি জানিনা।
আমি:- আচ্ছা অন্য ফুল হলে চলবে ??
সে:- কদম ফুল দিতে না পারলে , আমাকে কোলে নিতে হবে। যতক্ষণ না আমার মন ভালো হয় ততক্ষন আমাকে কোলে নিয়ে থাকতে হবে।
আমি:- এই ৪৯ কেজির বস্তা কোলে নিলে আমি বাঁচবো ??
সে:- আমি জানিনা। কদিন পর আরো মোটা হবো তবুও কোলে নিতে হবে।
আমি:- বলোকি !! প্রথমের গুলো ভালো ছিলো।
সে:- সব গুলোয় ভালো কোলে নিবেন কি না বলুন ??
আমি:- আচ্ছা বাবা নেবো।
সে:- আচ্ছা আমি ঘুমোবো এখন ঘুম পাচ্ছে ,,, বাকি কথা কাল হবে গুড নাইট। এই যে শোনেন এখানে তো একটা বালিশ আমি ঘুমাবো কোথায় ??
আমি :- আমার বুকের উপর।
সে:- মানে ??
আমি:- তোমার যেমন আমাকে নিয়ে এতো স্বপ্ন ,ঠিক তেমনি আমার বউ কে নিয়ে আমার একটা স্বপ্ন। আমার বউ সবসময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে। সারাটাদিন যত রাগ জগড়া হোক , রাতের বেলা যেন কেও কাউকে ছাড়া ঘুমাতে পারে না।